ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিশুদের নির্যাতন করবেন না : চুমকি

প্রকাশিত: ০৬:০৪ এএম, ১১ অক্টোবর ২০১৫

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশুর উন্নয়নে ও সুরক্ষায় প্রতিটি গ্রামে ও মহল্লায় শিশু সংগঠন গড়ে তুলতে হবে। শিশুদের কোন নির্যাতন করবেন না। তাদের ভালোবাসতে হবে। রোববার রাজধানীর শিশু একাডেমিতে বিশ্ব শিশু অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী একদিন শিশু অধিকার রক্ষায় বিশ্ব পুরস্কার পাবেন। শিশু নির্যাতন প্রতিরোধে পুরস্কার পাবেন। প্রতিমন্ত্রী বলেন, পথশিশু থেকে সব শিশুদের বেড়ে ওঠার পরিবেশ দিতে সরকার কাজ করছে। এটি নিশ্চিত করতে হবে। এজন্য ব্যাপক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। মনে রাখতে হবে দেশের মোট জনসংখ্যার ৪৪ শতাংশই শিশু।

চুমকি বলেন, দেশের ২০ জেলার ৩০ হাজার শিশুকে মাসে দুই হাজার টাকা ভাতা দেয়া হচ্ছে। এভাবে সামাজিক কর্মসূচির আওতায় শিশুকে সুরক্ষা দেয়া হচ্ছে। প্রতিটি মহল্লায় গ্রামে শিশু সংগঠন গড়ে তোলা জরুরি।

গরীব ও অসহায় শিশুদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়াও আহ্বান জানান চুমকি।  

এসএ/জেডএইচ/পিআর