সকল যুদ্ধাপরাধীর বিচার করা হবে
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলার মাটিতে সকল যুদ্ধাপরাধীর বিচার করা হবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত হরতাল বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছি ক্ষমতায় আসলে সকল যুদ্ধাপরাধীর বিচার করা হবে। আমরা ২০০৮ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই প্রস্তুতি নিয়েছি এবং আমাদের প্রস্তুতি অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে সকল যুদ্ধাপরাধীর বিচার করা হবে।’
তিনি বলেন, ‘বাংলার জনগণ হারতাল প্রত্যাহার করেছে। হরতালের দেওয়ার কারণে জনগণের কাছে জামায়াতে ইসলামীর ক্ষমা চেয়ে পরবর্তী দুই দিনের হরতাল প্রত্যাহার করতে হবে। আপনারা হরতাল দিয়ে জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন। তাই জাতিকে আর বিভ্রান্ত করবেন না।’