রাজধানীতে অগ্নিকাণ্ডে নারীসহ দগ্ধ ৫
রাজধানীর উত্তরার একটি বাসার রান্নাঘরের গ্যাস পাইপে অগ্নিকাণ্ডের ঘটনায় নারীসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে উত্তরার পূর্ব আশকোনায় পানির পাম্প সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতরা হলেন, রেহানা বেগম (৪৫), রেদোয়ান আহমেদ শুভ (১৮), আফসানা আক্তার (১৯), তানভীর আহমেদ নিলয় (১৩) এবং সখিনা বেগম (৪২)।
দগ্ধ রেদোয়ান জানান, ‘সকালে রান্নার সময় রান্নাঘরের গ্যাস পাইপে হঠাৎ আগুন লেগে যায়। এতে তারা সবাই দগ্ধ হন।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ওই পরিবারের কেউ কিছু বলতে পারছেন না। তবে গ্যাস লাইন খোলা থাকার ফলে দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
এসএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ