ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘হজ ক্যাম্পে ইতালিপ্রবাসীদের অভিযোগ সঠিক নয়’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৫ মার্চ ২০২০

আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনের সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন তুলে ইতালিপ্রবাসীরা যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। পাশাপাশি তারা যে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তা অযৌক্তিক বলে উল্লেখ করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা।

রোববার রাজধানীর মহাখালিতে আইইডিসিআর-এর সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রবাসীরা হজ ক্যাম্পের ভেতরে না ঢুকেই সেখানে নোংরা পরিবেশের কথা বলেছে। সেখানে তাদের জন্য পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা ছিল। পরে তারা ভেতরে গিয়ে আমাদের ব্যবস্থাপনার সন্তুষ্টি প্রকাশ করেছেন। হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে প্রবেশ করার আগে সেখানকার সুযোগ-সুবিধা নিয়ে যে অভিযোগ করেছেন তা সঠিক নয়।

ফ্লোরা বলেন, বাংলাদেশের সমস্ত সিভিল সার্জন ও গোটা দেশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৩১৪ জন। এছাড়া আক্রান্ত দেশ থেকে যারা আসবেন তাদের সবাইকে নজরদারিতে রাখা হবে। প্রশাসন, স্থানীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধিরা তাদের ওপর নজরে রাখবেন। তারা কোনো নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসারে ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে করোনা সংক্রমণমুক্ত ঘোষণা করা হয়। প্রটোকল অনুসারে নমুনা পরীক্ষার পর গত ১৩ মার্চ দুজনকে করোনামুক্ত ও আজ আরেকজনকে করোনামুক্ত ঘোষণা করা হলো।

এএস/জেএইচ/জেআইএম