‘স্কুলে হাত ধোয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে’
পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে স্কুল-কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হবে উল্লেখ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা বলেছেন, স্কুলে হাত ধোয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্কুল-কলেজ বন্ধ করে দেয়া কোনো সমাধান নয়।
শনিবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, স্কুল-কলেজ বন্ধ করার বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। এছাড়া আমরা ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। যাদের গলা ব্যথা, সর্দি আছে তাদের আপাতত জামাতে নামাজে না যাওয়ার অনুরোধ করা হলো।
তিনি আরও বলেন, করোনাভাইরাস আক্রান্ত তৃতীয় রোগীও সুস্থ হয়ে উঠছেন। সর্বশেষ নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। ২৪ ঘণ্টার মধ্যে আরেকবার নমুনা পরীক্ষা নেগেটিভ আসলেই তাকে করোনা মুক্ত ঘোষণা করা হবে। ইতোপূর্বে আক্রান্ত অপর দু'জনের পরপর দুবার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আশায় তাদের করোনা মুক্ত ঘোষণা করা হয়।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হলেও করোনাভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। এ নিয়ে আইইডিসিআর ল্যাবরেটরিতে মোট ২৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা আক্রান্ত সন্দেহে ৯ জনকে হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪ জন। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর থেকে সেবা গ্রহণ করেছেন ৩১ জন।
গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে সর্বমোট কল এসেছে ৩ হাজার ৬৮৫ জনের। মোট কলের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে জানতে চেয়েছেন ৩ হাজার ৬০৩ জন।
এএস/জেএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সাবেক অতিরিক্ত সচিবের গাড়ি থেকে চুরি হওয়া ১০ লাখ টাকা উদ্ধার
- ২ বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- ৩ নিজের ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে যা বললেন দুদকের নতুন চেয়ারম্যান
- ৪ বিআরটিএ পরিচালকের সঙ্গে ট্রান্সপোর্ট রিপোর্টার্স সদস্যদের সাক্ষাৎ
- ৫ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের জন্য বরাদ্দ হচ্ছে অফিস-ল্যাপটপ