ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সহপাঠীর বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না এসআই ফজলুলের

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৩ মার্চ ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় একেএম ফজলুল হক (৩৮) নামে গোয়েন্দা শাখার (এসবি) এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, এ কে এম ফজলুল হক মোটরসাইকেল চালিয়ে কাঞ্চন ব্রিজ থেকে গাউছিয়ার দিকে যাওয়ার পথে নলপাথর এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

খবর পেয়ে মামা সুজন ও তার স্ত্রী সেলিনাসহ স্বজনরা ঢামেকে ছুটে আসেন। নিহতের মামা সুজন জানান, গাউছিয়া এলাকায় তার এক কলিগের (সহপাঠী) বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। নিজেই মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। পরে ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হোসেনপুর গ্রামে। তিনি ক্যাপ্টেন আবদুল হক বীর প্রতীকের সন্তান। বর্তমানে মালিবাগে পরিবার নিয়ে থাকতেন। ঢাকায় এসবিতে হেড অফিসে এসআই পদে কর্মরত ছিলেন।

জেএইচ/জেআইএম