ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হোশি কোনিও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০২:০১ পিএম, ১০ অক্টোবর ২০১৫

জাপানি নাগরিক হোশি কোনিও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডিজের উদ্যোগে ক্যাম্পাসের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডিজ সেন্টারের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী এবং জাপানে শিক্ষা গ্রহণকারী ব্যক্তিবর্গ অংশ নেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাকসুদ কামাল মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাপান স্টাডিজ সেন্টারের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সেন্টারের শিক্ষার্থী ফরহাদ হোসেন বিপু, ওমর ফারুক, নিতু বেগম ও হায়দার আলী।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- জাপান স্টাডিজ সেন্টারের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও দিলরুবা শারমীন।

আব্দুলাহ আল মামুন বলেন, বন্ধুপ্রতিম দেশ জাপানের নাগরিক হোশি কোনিও হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ নয়। এ ষড়যন্ত্র বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র।

তিনি বলেন, বাংলাদেশের প্রধান উন্নয়ন সহযোগী জাপানের সঙ্গে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যের দরজা উন্মোচিত হয়েছে জাপানি নাগরিককে হত্যার মধ্য দিয়ে তা থমকে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছে।

তিনি সুষ্ঠ তদন্তের মাধ্যমে হোশি কোনিও হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

মানববন্ধনে ইতালীয় নাগরিক সিজার তাবেলার হত্যাকারীদেরও বিচারের দাবি জানানো হয়।

একে/আরআইপি