ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শেষ হলো ‘প্রাণ ম্যাংগো’র আন্তঃকলেজ বিজ্ঞান উৎসব

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১০ অক্টোবর ২০১৫

বৃহৎ শিল্প গোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড প্রাণ ম্যাংগো`র আয়োজনে রাজধানীর হলিক্রস কলেজে দুই দিনব্যাপি আন্তঃকলেজ বিজ্ঞান উৎসব শনিবার শেষ হয়েছে।

ডিজিটাল ফ্লাইওভার, মোমবাতি থেকে বিদ্যুৎ উৎপাদন, বন্যাকবলিত এলাকায় সূর্যালোক দিয়ে পানি বিশুদ্ধকরণ, ফরমালিনমুক্ত পারিবারিক মৎস্য চাষ, সাগরের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদন, হাইডো লেপটপ কুলার, পরিত্যক্ত বাল্বের পুনর্ব্যবহার, জ্বালানিবিহীন পরিবেশবান্ধব গাড়িসহ ৭৩টি প্রজেক্ট নিয়ে রাজধানীর ১৭ টি কলেজের প্রায় ২০০ খুদে বিজ্ঞানী এ মেলায় অংশ নেয়।

pran
কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে গত শুক্রবার থেকে চলছিল দুই দিনের ‘১৩মত আন্তঃকলেজ বিজ্ঞান উৎসব।

বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীর মাধ্যমে পুরস্কার জিতে নিয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, হলিক্রস গার্লস কলেজ, সেন্ট জোসেফ হাই স্কুল, নটরডেম কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

উৎসব আয়োজনে সহযোগিতা মিডিয়া পার্টনার ছিল দেশের অন্যতম অগ্রসরমান নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এবং বেসরকারি টেলিভিশন যমুনা টিভি এবং রেডিও ফুর্তি।

pran
বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রকল্প প্রদর্শনীতে তাদের উদ্ভাবনী চিন্তা তুলে ধরে এই বিজ্ঞান উৎসবে।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রকল্প, দেয়াল পত্রিকা, স্ক্রাপ বুক, স্থিরচিত্র প্রভৃতি প্রদর্শনীসহ বিভিন্ন শাখায় সেরা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন, ড. জেসমিন, প্রাণ গ্রুপের এসিস্টেন্ট ব্যান্ড ম্যানেজার গিয়াস উদ্দিন সজিব প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, পরীক্ষা পাসের বা ভালো চাকরি পাওয়ার জন্য বিজ্ঞান শিক্ষা নয়। বিজ্ঞান মানে সাহসিকতা, সৃজনশীলতা ও স্বাধীনতা। হয়তো কোনো একদিন এ ক্ষুদে বিজ্ঞানীদের মধ্য থেকেই পাবে নোবেল পুরুস্কার।

বিজ্ঞান উৎসব আয়োজনে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের ধন্যবাদ জানান কলেজের অধ্যক্ষ সিষ্টার শিখা গোমেজ বলেন, হলিক্রস কলেজ সব সময় নানা ধরনের সহশিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

pran
বিজ্ঞান উৎসবে অংশ নিয়েছিলো সেন্ট জোসেফ হাই স্কুল , নটরডেম কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজ, এসওএস হারমেন মেইনার কলেজ, বিএএফ শাহীন কলেজ তেজগাঁও, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, শহীদ বীরউত্তম আনোয়ারা গার্লস কলেজ , মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, উইলস লিটেল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে, ঢাকা ইমপিরিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, সেন্ট্রাল ওমেন্স কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এবং হলিক্রস স্কুল এন্ড কলেজ।

এএম/এএইচ/আরআইপি