ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভারতের অধিকাংশ ফ্লাইট বাতিল, বাকিরা যাবে যাত্রী আনতে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১২ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে শুক্রবার (১৩ মার্চ) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশসহ কোনো দেশের নাগরিকদের পর্যটকসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসায় দেশে ঢুকতে দেবে না ভারত।

এ কারণে বাংলাদেশ থেকে ভারতের দিল্লি, কলকাতা ও চেন্নাইগামী অধিকাংশ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে। অনেকে অবশ্য ফ্লাইট চালু রেখে ঢাকা থেকে ভারতে গিয়ে সেখানে থাকা বাংলাদেশিদের ফেরত আনবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, ঢাকা থেকে কলকাতায় প্রতিদিন দুটি করে সপ্তাহে মোট ১৪টি ফ্লাইট চলাচল করে। দিল্লিতে সপ্তাহে সাতটি। সম্প্রতি করোনাভাইরাসের কারণে গত কয়েক দিন ধরে ঢাকা-দিল্লি রুটের ফ্লাইট কমিয়ে তিনটিতে আনা হয়। তবে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে শুক্রবার সন্ধ্যার পর বিমানের কোনো ফ্লাইট ভারতে যাবে না।

নভোএয়ার বলছে, শুক্রবার থেকে সন্ধ্যায় বাংলাদেশি নাগরিক ছাড়া (ভারতীয় নাগরিক চাইলে যেতে পারবে) নভোএয়ার কলকাতায় যাবে। সেখান থেকে ফিরতি ফ্লাইটে যাত্রীদের আনা হবে। তবে ১৪ মার্চ থেকে কলকাতা ফ্লাইট পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে ইউএস-বাংলার সপ্তাহে সাতটি ও চট্টগ্রাম থেকে তিনটি ফ্লাইট কলকাতা যায়। এছাড়াও ঢাকা থেকে চেন্নাইয়ে সপ্তাহে তিনটি ফ্লাইট যায়। তবে ১৫ মার্চ পর্যন্ত চেন্নাই রুটে এবং ১৬ মার্চ পর্যন্ত আপাতত আমাদের ফ্লাইটগুলো চলবে। এগুলোতে চাইলে ভারতীয় নাগরিক যেতে পারবে। সেখান থেকে বাংলাদেশিদের নিয়ে আসা হবে।

ভারতের স্পাইসজেট এয়ারের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, শুক্রবার বিকেলে আমাদের শেষ ফ্লাইটটি কলকাতা যাবে। এরপর সেখান (ভারত) থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ফ্লাইট বন্ধের বিষয়ে এখনও নিশ্চিত করতে পারেনি রিজেন্ট এয়ারওয়েজ। রিজেন্ট জানায়, কলকাতা রুটে তাদের ফ্লাইট চূড়ান্তভাবে বন্ধ হবে নাকি ফাঁকা গিয়ে বাংলাদেশিদের বহন করবে সে সিদ্ধান্ত রাতে নেয়া হবে।

করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে সব ধরনের পর্যটন ভিসা স্থগিত করেছে ভারত। এরই মধ্যে করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে কিছু ব্যতিক্রম ছাড়া সব ধরনের পর্যটন ভিসা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে ভারত। সব মিলিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৬৭ জন। তাদের মধ্যে বেশ কয়েকজন ইতালি প্রবাসী ছিলেন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব পর্যটন ভিসা স্থগিত করা হয়েছে। তবে কূটনীতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংগঠনগুলোর কর্মকর্তারা এ পদক্ষেপের আওতাধীন নন। ভারত জানিয়েছে, ১৩ মার্চ (ভারতীয় সময়) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ভিসার এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। যে সব দেশে করোনা ছড়িয়ে পড়েছে, এর আগে সে সব দেশের নাগরিকদের ভিসা বাতিল করেছিল ভারত।

এআর/এএইচ/জেআইএম