ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনাভাইরাস : পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে রওশনের আহ্বান

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১২ মার্চ ২০২০

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ইসলাম ধর্মেও নির্দেশনা রযেছে। সে কারণে আমরা সবাই পরিষ্কার পিরিচ্ছন্ন থাকবো।

বৃহস্পতিবার (১২ মার্চ) মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজশাহী, যশোর ও ময়মনসিংহের মেয়রসহ বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে রওশন এরশাদ বলেন, দেশের গ্রামগুলো শহর থেকে বেশি পরিস্কার। শহরের মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে, কিন্তু গ্রামের মানুষ তা করে না। গ্রামে গৃহস্থালি বর্জ্য ফেলার একটি নির্দিষ্ট জায়গা থাকে।

তিনি বলেন, প্লাস্টিক, গৃহস্থালি, মেডিকেল, পলিথিন বর্জ্য সব মিলিয়ে শহরে বর্জ্যের চাপ খুব বেশি। তিনি সিটি করপোরেশন ও পৌরসভাগুলোয় আরও বেশি ফান্ড দিতে প্রথানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।

এফএইচএস/এএইচ/জেআইএম