ইতালিফেরত চবির সেই শিক্ষক ‘হোম কোয়ারেন্টাইনে’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইতালিফেরত সেই শিক্ষককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে তিনি কোনোধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডা. আবু তৈয়ব।
ডা. আবু তৈয়ব জাগো নিউজকে বলেন, ‘আমরা ইতালিফেরত ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষকের যোগদানের বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আনি এবং তাকে ১৫ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেই। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। দুই সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা না গেলে ১৫ দিন পরে তিনি বিভাগে যোগদান করতে পারবেন’।
প্রসঙ্গত, পিএইচডি অর্জন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন ইতালিফেরত ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এক শিক্ষক। গত ৫ মার্চ তিনি বাংলাদেশে আসেন। ইতালিতে পাঁচ বছর ধরে পিএইচডি গবেষণাকাজে নিয়োজিত ছিলেন তিনি। তবে বিভাগে যোগদান করতে ৫ মার্চ থেকেই তিনি ক্যাম্পাসে অবস্থান করছেন। আজ এ খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠার তৈরি হয়।
এখন পর্যন্ত ৩ জনই এ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হলেও ডা. ফ্লোরা বলেন, আমরা বিদেশফেরত ৮ জনকে আইসোলেশেন ওয়ার্ডে রেখেছি। ৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর বাইরে, বিদেশ থেকে যারা আসছেন, তাদের অনেককে আমরা সেলফ-কোয়ারেন্টাইনে (স্বেচ্ছায়) থাকতে বলছি, তাদের অনেকে তা মানছেনও। ওই সেলফ কোয়ারেন্টাইনে যারা আছেন, তাদের আইইডিসিআরের হিসাবে ধরা হচ্ছে না।
সংবাদ সম্মেলনের শুরুতে ভাইরাস থেকে সুরক্ষায় করণীয় তুলে ধরে নাগরিকদের তা মেনে চলার আহ্বান জানান আইইডিসিআর পরিচালক।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৬০ জন। এর মধ্যে মারা গেছেন ৩ হাজার ৮৫২ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬২ হাজার ১৭৬ জন।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ১৭ মার্চের মুজিববর্ষের মূল অনুষ্ঠান স্থগিত করেছে সরকার। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরও বাতিল করা হয়েছে।
এমআরএম