ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাড়তি দামে মাস্ক-স্যানিটাইজার বিক্রি নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১০ মার্চ ২০২০

বাড়তি দামে মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিক্রি নিয়ন্ত্রণে রাজধানীর গুলশান ১, ২ বনানী ও মহাখালী এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১০ মার্চ) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে ধার্যকৃত মূল্যর অধিক মূল্যে ম্যাস্ক বিক্রি ও পণ্যের রশিদ সংরক্ষণ না করায় তিন ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে করোনাভাইরাসে আতঙ্কের সুযোগ নিয়ে বাড়তি দামে মাউথ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের বিক্রির বিষয়ে তদারকি করতে রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করছে র‍্যাব।

দুপুর ২টায় মিটফোর্ডের বিভিন্ন মার্কেটে শুরু হয় এ অভিযান। ভ্রাম্যমাণ আদালত ও র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রট সারোয়ার আলম অভিযান পরিচালনা করছেন।

এএস/এএইচ/এমকেএইচ