ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা : ইতালি, স্পেন ও সিঙ্গাপুরফেরত ৩ জন হাসপাতালে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৯ মার্চ ২০২০

ইতালি, স্পেন ও সিঙ্গাপুর থেকে আগত তিন বাংলাদেশি নাগরিককে আজ (সোমবার) করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে পাঠানো হয়। তিনজনের মধ্যে দু’জন সকালে ইতালি থেকে দেশে ফেরেন। তারা দু’জন শ্বাসকষ্টে ভুগছিলেন। অপর একজন সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে জ্বর নিয়ে দেশে ফেরেন। বিমানবন্দরে কর্তব্যরত স্বাস্থ্য অধিদফতরেরর কর্মকর্তারা লক্ষণ ও উপসর্গ দেখে তাদের হাসপাতালে পাঠান।

বিমানবন্দরে কর্মরত সিনিয়র স্টাফ নার্স রায়হানা তাসনিম এ খবরের সত্যতা নিশ্চিত করন।

জানা গেছে, সকালে ভিন্ন দু’টি ফ্লাইটে স্পেন ও ইতালি থেকে দু’জন শাহজালাল বিমানবন্দরে আসেন। তাদের নিউমোনিয়া ও শ্বাসকষ্টের লক্ষণ ছিল। বিমানবন্দর থেকে এ দু’জনকে সরাসরি হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসা একজনের জ্বর থাকায় তাকেও হাসপাতালে পাঠানো হয়।

রোববার (৮ মার্চ) বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেইসঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় ৪০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উল্লেখ্য, ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি এসব দেশের বিশেষ অঞ্চল (যেখানে বেশি আক্রান্ত) থেকে আগত দেশি-বিদেশি নাগরিকদের এখন থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে।

এমইউ/এসএইচএস/জেআইএম