ইতালি ফেরতদের তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে না রাখা দায়িত্বহীনতার পরিচয়
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, ইতালি ফেরত ব্যক্তিদের বিমানবন্দর থেকে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে না রেখে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
নাসিম বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ইতালি থেকে আসা ওই দুইজনকে কেন সঙ্গে সঙ্গে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হলো না? বিমানবন্দর থেকে কীভাবে তাদের ছেড়ে দেয়া হলো? তারা তো গ্রামে ঘুরেছে। সব সতর্কতা অবলম্বনের পরও এ ধরনের ঘটনা কেন ঘটলো? এতে আমরা বিস্মিত হয়েছি।
‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, করোনার বিষয়ে সতর্ক থাকতে হবে, সবার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা সবার অনুসরণ করা উচিত।’
১৪ দলের মুখপাত্র বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অর্জন যেন নষ্ট না হয়। মনে রাখতে হবে, আবার যদি অন্ধকার যুগ ফিরে আসে তাহলে কেউই রেহাই পাবো না। ষড়যন্ত্রকারী সুযোগ পেলেই ছোবল মারবে।
মোহাম্মদ নাসিম বলেন, জি কে শামিমের জামিনে কারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুঃখ লাগে ওই আইনজীবী আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের সব অর্জন নষ্ট করতে কিছু মানুষ তৎপর। বারবার তারা শেখ হাসিনার অর্জন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এমএ করিম, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
এইউএ/এএইচ/জেআইএম