আইইডিসিআরের হটলাইনে আরও ৮ নম্বর সংযুক্ত
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর হটলাইনে আরও নতুন ৮টি নম্বর সংযুক্ত হয়েছে। পুরনো চারটি নম্বরসহ এখন আইইডিসিআরে হটলাইনের সংখ্যা দাঁড়াল ১২টিতে। হটলাইন নম্বরগুলো 01401184551, 01401184554, 01401184555, 01401184556, 01401184559, 01401184560, 01401184563, 01401184568, 01927711784, 01927711785, 01937000011, 01937110011।
সোমবার আইইডিসিআরের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নতুন ৮টি হটলাইন নম্বর যোগ করার কথা জানান।
তিনি বলেন, গতকাল ( ৮ মার্চ) দেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হওয়ার পর ঘণ্টা দেড়েকের মধ্যে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)এর চারটি হটলাইনে সর্বমোট ৫০৯টি ফোন কল আসে। আরও অনেকেই লাইন ব্যস্ত থাকায় ওয়েটিংও ছিলেন। ৫০৯টি কলের মধ্যে ৪৭৯টিই ছিল করোনা সংক্রান্ত। তারা করোনাভাইরাস সম্পর্কে জানতে ফোন করেন। এছাড়া ১৮ জন সরাসরি আইইডিসিআরে আসেন। সাধারণ মানুষকে করোনাভাইরাস সম্পর্কে বিস্তারিত তথ্যউপাত্ত ও তাদের মনে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে নতুন হটলাইন নম্বর যোগ করা হয়।
এমইউ/জেএইচ/এমএস