করোনা মোকাবিলায় যত্রতত্র কফ-থুতু ফেলা বন্ধের আহ্বান
কফ-থুতু ও হাঁচি-কাশির মাধ্যমে করোনাভাইরাসসহ বিভিন্ন ভাইরাস বিস্তার ঘটায় বলে যত্রতত্র কফ থুতু ফেলার অভ্যাস পরিহারের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা।
রোববার (৮ মার্চ) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে যত্রতত্র কফ-থুতু ফেলা বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে তারা এ আহ্বান জানান। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ঢাকা যুব ফাউন্ডেশন, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ) ও বারসিক এ মানববন্ধনের আয়োজন করে।
পরিবেশবিদরা বলেন, ‘সারাবিশ্বে এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। করোনাভাইরাসে চীনসহ ৯১টি দেশের লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে মৃত্যু সংখ্যা প্রায় চার হাজার। এ ভাইরাস এখন বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে।’
তারা বলেন, ‘এ ভাইরাস মূলত কফ, থুতু, হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। কাজেই এ রোগ নিয়ে আতঙ্ক নয়, দরকার সঠিক সচেতনতার। কফ-থুতু, হাঁচি-কাশি নিয়ন্ত্রণ করে এবং স্বাস্থ্যবিধি মেনে সাধারণ কতগুলো সতর্কতা অবলম্বন করলে ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।’
জনগণকে যেখানে সেখানে প্রকাশ্যে কফ-থুতু ফেলা বন্ধ করার বিষয়ে সচেতনতামূলক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন তারা। কফ-থুতু যেখানে সেখানে না ফেলে রাস্তার পাশে ডাস্টবিনে ফেলতে উৎসাহিত করার আহ্বান জানান মানববন্ধনকারীরা।
পবা’র চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে এবং নাসফের সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পবা’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান, সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি মো. শহিদুল্লাহ ও সেভ দ্য রিভারের সদস্য শাকিল রহমান, পুরান ঢাকা পরিবেশ উন্নয়নের সভাপতি হাজি আনসার আলী, পরিবেশ উন্নয়ন উদ্যোগ সভাপতি নাজিম উদ্দিন, সদস্য জি এম রুস্তম খান, নাসফের সহ-সভাপতি কে এম সিদ্দিক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, বারসিকের সমন্বয়কারী সুদীপ্তা কর্মকার প্রমুখ।
এফএইচএস/এফআর/এমকেএইচ