ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এক মাস পরও পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হয়নি

প্রকাশিত: ০৫:০১ এএম, ১০ অক্টোবর ২০১৫

মন্ত্রিসভায় অনুমোদনের এক মাস পরও নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হয়নি। কিন্তু নতুন বেতনের টাকা চাকরিজীবীদের হাতে আসার আগেই ঘটেছে এক দফা মূল্যস্ফীতি। ইতিমধ্যে নতুন পে-স্কেল ঘোষণার পরপরই ঢাকা ও বিভাগীয় শহরে বাড়ানো হয়েছে গণপরিবহনের ভাড়া। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি এসে বেতন কাঠামোতে স্বাক্ষর না করা পর্যন্ত এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা সম্ভব হবে না। তিনি দেশে ফিরে প্রজ্ঞাপনের আগে এ সংক্রান্ত সার সংক্ষেপ লিখবেন। পাশাপাশি রাষ্ট্রপতি সন্তুষ্টির একটি চিঠি সংগ্রহ করবেন। এরপর জারি করা হবে প্রজ্ঞাপন।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সরকারি বেতন কাঠামো ঘোষণায় বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কোনো কারণ নেই। কারণ নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা আগেই চলতি বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। বেতন কাঠামো বাস্তবায়নের জন্য নতুন কোনো অর্থ প্রবাহ বাড়বে না।

গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সভায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অষ্টম জাতীয় পে-স্কেল অনুমোদন দেয়া হয়। ওই সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদমাধ্যমকে বলেছিলেন, আগামী এক মাসের মধ্যেই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। এদিকে পে-স্কেল অনুমোদনের পর এক মাস পার হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত নতুন বেতন-স্কেলের প্রজ্ঞাপন জারি হয়নি।

# অবশেষে মন্ত্রিসভায় অনুমোদন পেল নতুন পে-স্কেল
# তিন বাহিনীরা প্রধানরা পাবেন ৮৬ হাজার টাকা
# সরকারের ব্যয় বাড়লো ১৫ হাজার কোটি টাকা
# শতভাগ পেনশন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
# বিশেষ গ্রেডে যারা!
# সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন
# কোন গ্রেডে কত বেতন
# এমপিওভুক্ত শিক্ষকরা নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন
# গ্রেড অনুযায়ী যে হারে বাড়বে বেতন
# নতুন পে-স্কেলে ২০ শতাংশ নববর্ষ ভাতা
# বেতন বাড়বে চক্রবৃদ্ধি হারে
# সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা
# সর্বনিম্ন বেতন ৮ হাজার ২০০ টাকা
# টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকছে না
# মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে লাখ লাখ সরকারি কর্মচারী

জেডএইচ/এআরএস/এমএস