ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কোটি টাকার ‘স্বর্ণযাত্রী’ আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪১ পিএম, ০৬ মার্চ ২০২০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৯০০ গ্রাম স্বর্ণসহ মালয়েশিয়া থেকে আগত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) সোলাইমান হোসেন সাইফ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ান। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে শুক্রবার বিকেল ৫টায় মালয়েশিয়া থেকে আগত বিসি৩১৬ ফ্লাইটের যাত্রী মো. স্বপনকে চ্যালেঞ্জ করা হয়। তাকে তল্লাশি করা হলে তার কাছে ১ কেজি ৯০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।’

তিনি জানান, জব্দ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এই স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটক ‘স্বর্ণযাত্রী’কে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

জেইউ/জেডএ/জেআইএম