করোনা নয়, আমার হয়েছিল আর্থ্রাইটিস : পাটমন্ত্রী
করোনা নয় আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বৃহস্পতিবার সচিবালয়ে পাট দিবস নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকার সময় গত ২৭ ফেব্রুয়ারি গুজব ছড়িয়ে পড়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এ সংবাদকে গুজব বলে উড়িয়ে দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
‘আপনার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা শোনা যাচ্ছিল’- এ বিষয়ে জানতে চাইলে পাটমন্ত্রী বলেন, ‘এটা বোগাস। এগুলো ঠিক নয়। আমার হয়েছিল আর্থ্রাইটিস, কোথায় করোনা আর কোথায় আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসের কারণে ফুসফুসে ইনফেকশন হতে পারে।’
একপর্যায়ে হেসে মন্ত্রী বলেন, ‘আমি এ বিষয়ে কমেন্ট করব না। আমারও মিডিয়া আছে। আপনারা সত্য নিউজ দেবেন, এটা আশা করব।’
আরএমএম/জেডএ/পিআর