ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডেপুটি স্পিকারের খুলনা সফর বাতিল

প্রকাশিত: ০৪:৫৭ এএম, ০৯ অক্টোবর ২০১৫

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া তার পূর্ব নির্ধারিত খুলনা সফর বাতিল করেছেন। হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ায় শুক্রবার সকালে খুলনা সফরে যাননি তিনি। তবে সুস্থ্য হলে সেখানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গেছে।

সফরসূচি অনুযায়ী ডেপুটি স্পিকার শুক্রবার দুপুর ২টায় খুলনার পাইকগাছা উপজেলার মামুদকাটী গ্রামের অনির্বাণ লাইব্রেরির নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা ছিল। এরপর বিকেল সাড়ে ৩টায় মামুদকাটী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনির্বাণ লাইব্রেরির রজত-জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের কথা ছিল তার। এছাড়া সন্ধ্যা ৭টায় কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সুধী সমাবেশে যোগ এবং  একাত্তরের রাজাকারদের নির্যাতন কেন্দ্র রামকৃষ্ণ মিশন পরিদর্শনও করতেন তিনি।

এছাড়া ১০ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় ফজলে রাব্বী মিয়া পাইকগাছা আইনজীবী সমিতি মিলনায়তনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতেন। ওই দিন দুপুর ১টায় রাড়লী গ্রামে বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়ি পরিদর্শন, বিকেল ৩টায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে, বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের সঙ্গে এবং সন্ধ্যা ৭টায় পাইকগাছা পৌরসভা পরিদর্শন ও পৌর প্রশাসকের সঙ্গে মতবিনিময় করার কথা ছিল।
 
১১ অক্টোবর রোববার সকালে তিনি পাইকগাছার মৌখালী কেজিএইচএফ ইউনাইটেড এমাডেমি পরিদর্শন, সকাল সাড়ে ৯টায় কয়রা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সকাল ১০টায় সুন্দরবন পরিদর্শন শেষে বিকেলে ঢাকার উদ্দেশে কয়রা ত্যাগ করতেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। কিন্তু হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ায় তার সব কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে।

তবে চিকিৎসকরা যদি তার অবস্থার উন্নতি দেখতে পান তাহলে তিনি শেষ পর্যন্ত কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে পারে বলে জানিয়েছেন তার জনসংযোগ কর্মকর্তা।

এইচএস/আরএস/পিআর