ভারতীয় নিষেধাজ্ঞায় বন্ধ নেপাল-বাংলাদেশের বাণিজ্য
নেপালে অঘোষিত ভারতীয় বাণিজ্য নিষেধাজ্ঞা জারি হওয়ার কারণে নেপাল-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। দ্য কাঠমাণ্ড পোস্টের খবর অনুযায়ী, নেপাল ট্রানজিট ওয়্যারহাউস কোম্পানি জানিয়েছে, তাদের আমদানিকৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য বহনকারী প্রায় ২০০ ট্রাক ভারত-বাংলাদেশ সীমান্তের বাংলাবান্ধাতে আটকে আছে।
নেপালের কাকারভিটা ঝাপা কোম্পানির প্রধান উদয় রাজ শিওয়াকতি বলেন, বাংলাদেশি রফতানিকারকরা নেপালে পণ্য পাঠাতে অনিচ্ছুক। ফুলবাড়ির ভারতীয় কাস্টমস অফিস পণ্য রফতানিতে বাধা দিতে পারেন এই ভয়ে তারা পণ্য পাঠাচ্ছেন না।
তুলা, শিল্প কাঁচামাল, ফেব্রিকস, জুস, জ্যাম ও ব্যাটারিসহ বিভিন্ন পণ্য বাংলাবান্ধা সীমান্তে আটকে আছে। বাংলাদেশি বাণিজ্যে নিয়োজিত নেপালি ব্যবসায়ী দিলিপ তিমিলসিনা বলেন, বাংলাদেশি ব্যবসায়ীদের ভয় হচ্ছে তাদের পণ্যবাহী ট্রাক সীমান্তে আটকে যেতে পারে এই ভয়ে তারা পণ্য পাঠাতে দ্বিধাদ্বন্দ্বে আছেন।
দরুন নেপাল-বাংলাদেশ বাণিজ্যে স্থগিত করতে, মেচি কাস্টমস অফিস কাস্টসের প্রধান ভীম প্রসাদ অধিকারী জানান, গত দুই সপ্তাহের মধ্যে প্রায় ১৫ মিলিয়ন রুপির ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের।
উল্লেখ্য, নেপাল বাংলাদেশে ডাল, ওষুধি গাছ ও সবজি রফতানি করে এবং তুলো, ওষুধ, ব্যাটারি, ফেব্রিকস, জুস, আলু, গুঁড়োদুধ, বিস্কুট, কাঁচাপাট, টিউব লাইট ও মোবাইল ফোন তাদের প্রতিবেশি রাষ্ট্র থেকে আমদানি করে।
গত অর্থবছরে নেপাল বাংলাদেশের কাছে ১ দমমিক ৮ বিলিয়ন রুপি সমপরিমাণ পণ্য রফতানি করে এবং ২ দশমিক ৭৩ বিলিয়ন সমপরিমাণ রুপির পণ্য আমদানি করে।
বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ সংস্কার কমিশন প্রধানদের মর্যাদা-সুবিধা, সদস্যদের সম্মানী নির্ধারণ
- ২ ‘বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে শিগগির সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ’
- ৩ আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনসহ গ্রেফতার ২৭
- ৪ যুগ্মসচিবের শাস্তির দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
- ৫ বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়