ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অনুমোদনহীন পণ্য বিক্রি : আগোরা ও স্বপ্নকে জরিমানা

প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৮ অক্টোবর ২০১৫

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে সুপারশপ আগোরা ও স্বপ্নকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় অভিযানটি চালানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বাংলাদেশের মান নিয়ন্ত্রক ইনস্টিটিউটের (বিএসটিআই) অনুমোদন ছাড়া সেনসোডাইন টুথপেস্ট, জনসন সাবান, ফা টয়লেট সোপ, হারমোনি অরেঞ্জ সাবান, পাপিয়া সাবান, প্যারিস সাবান, পন্ডস ফেইস ওয়াস, লোরিয়াল ইলিভি কালার, জিস্ট লেমন ফ্রেস, বি অ্যান্ড ফ্লাওয়ারস্ ব্র্যান্ড স্যান্ডাল সোপ, কেমি সাবান বিক্রির দায়ে আগোরার জসিমউদ্দিন ব্রাঞ্চকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযোগে উত্তরার আজমপুরের স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এআর/এসকেডি/বিএ