ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের ফেরি-লঞ্চঘাটের প্রবেশ ফি মওকুফ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০

মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের ফেরিঘাটে প্রবেশে টার্মিনাল চার্জ ও লঞ্চঘাটের প্রবেশ ফি মওকুফ করছে সরকার।

১৭ মার্চ থেকে তা কার্যকর হবে বলে সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ১৭ মার্চ। ওইদিন থেকে আগামী এক বছর সরকার মুজিববর্ষ হিসেবে পালন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মুজিববর্ষ’ উপলক্ষে সব মুক্তিযোদ্ধার নৌপথে চলাচল সহজতর করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিআইডব্লিউটিএ’র নিয়ন্ত্রণাধীন সব ফেরিঘাটে প্রবেশে টার্মিনাল চার্জ, লঞ্চঘাটের প্রবেশ ফি যথাযথ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত মওকুফ করা হয়েছে।

নৌ মন্ত্রণালয় সোমবার এ-সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে।

আরএমএম/জেএইচ/এমকেএইচ