ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হরতালের ফাঁদে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীরা

প্রকাশিত: ০৯:৫২ এএম, ২৯ অক্টোবর ২০১৪

গত বছরের মতো এবারও হরতালের ফাঁদে পড়তে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীরা।

আগামী ২ নভেম্বর থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার দেশব্যাপী হরতাল ডেকেছে দলটি। ফলে ২ নভেম্বর রবিবারের পরীক্ষা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, নিজামীর রায়ের পর জামায়াতের কর্মসূচি দেখে পরীক্ষার বিষয়ে পরবর্তী সিদ্বান্ত নেওয়া হবে।

পরবর্তীতে জামায়াতের হরতাল কর্মসূচি ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য রিপোর্টকে জানান, এখনো পর্যন্ত পরীক্ষা পেছানো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বুধবার বিকেলে জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা আছে। সভায় পরীক্ষার পেছানোর বিষয়ে আলোচনা হবে। এরপরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।