ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইউনেস্কোর সঙ্গে জাবির সমঝোতা চুক্তি

প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

ইউনেস্কোর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা ও গবেষণার বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং ইউনেস্কোর পক্ষে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যাংকক অফিসের পরিচালক মি. জুয়াং জু কিম এ চুক্তি সই করেন।

জুয়াং জু কিমের পক্ষে ইউনেস্কোর এশিয়া প্যাসিফিক অঞ্চলের উপদেষ্টা ড. সুই ভিজে উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষা পদ্ধতি, গবেষণা কর্মকাণ্ড এবং শিক্ষা কারিকুলামে ইউনেস্কোর বিশেষ সহায়তা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি অধ্যাপক ডা. আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

হাফিজুর রহমান/বিএ