ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চিড়িয়াখানায় মা হয়েছে আরবীয় ঘোড়া

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:২৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০

ঢাকার জাতীয় চিড়িয়াখানায় একটি আরবীয় ঘোড়া মা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টায় পার্বতী নামের এই ঘোড়া একটি পুরুষ বাচ্চার জন্ম দিয়েছে।

জানা গেছে, নবজাতক বাচ্চার বাবাও আরবীয়। নাম বাহাদুর শাহ। মা পার্বতী ও বাবা বাহাদুর শাহ দুজনের জন্মও হয়েছিল ঢাকার চিড়িয়াকানাতেই।

নতুন এই অতিথিকে দেখতে রীতিমতো ভিড় বাড়ছে চিড়িয়াখানায়। মা-বাবার সঙ্গে নতুন এই অতিথি বর্তমান চিড়িয়াখানার এল ১৯ নম্বর সেডে রয়েছে।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. নুরুল ইসলাম জানান, নতুন অতিথির নাম দু-একদিনের মধ্যে ঠিক করা হবে। বর্তমানে মা পার্বতী ও সদ্যোজাত বাচ্চাটি ভালো আছে। মায়ের দুধ পান করে এটি আপন মনে ঘুরে বেড়াচ্ছে।

ঘোড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণীগুলোর একটি। ভারত, পাকিস্তান, রাশিয়া ও আফ্রিকার বন-জঙ্গলে ঘোড়া পাওয়া যায়। এ প্রাণীর প্রধান খাদ্য শস্যদানা, ঘাস, ফল ও গাছের পাতা।

প্রাণীটি ২০ থেকে ২২ বছর বেঁচে থাকে। ১১ থেকে ১২ মাস গর্ভধারণের পর একটি বাচ্চার জন্ম দেয়। বর্তমানে রাজধানীর চিড়িয়াখানায় পাঁচটি ঘোড়া আছে।

বিএ/জেআইএম