ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনাভাইরাস নিয়ে পুলিশের ওয়ার্কশপ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিশেষ কর্মশালা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স ডিভিশন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে এ বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় করোনাভাইরাস বা কভিড-১৯ রোধে করণীয় বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডিপার্টমেন্ট অব ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী পুলিশ সদস্যদের সচেতন করেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিশেষ এ কর্মশালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত এ প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব বাংলাদেশে পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাস ধরা পড়ে। চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে শনিবার পর্যন্ত মোট ১৫২৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুধু হুবেই প্রদেশে মারা গেছে ১৩৯ জন।

কভিড-১৯ নামের এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪২০ জন। এ ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৬৭ হাজারের বেশি মানুষ যার বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

এআর/এএইচ/এমকেএইচ