ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গৃহ শ্রমিকদের অধিকার সংরক্ষণে আইন প্রণয়নের দাবি

প্রকাশিত: ১০:২১ এএম, ০৭ অক্টোবর ২০১৫

গৃহ শ্রমিকদের অধিকার সংরক্ষণে আইন প্রণয়নের দাবি জানিয়েছে ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।  বুধবার জাতীয় প্রেসক্লাবে ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত গৃহ শ্রমিকদের অধিকার সংরক্ষণে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গৃহশ্রমিকরা যাতে অন্যায় আচারণের শিকার না হয় সেজন্য প্রত্যেক পরিবারে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

বুয়া নামে নয়, মানুষ হিসেবে তার যে নাম গৃহকর্মীকে সেই নামে ডাকতে হবে। পাশাপাশি তার প্রাপ্য অধিকার দিতে হবে বলেও দাবি  জানান বক্তারা।

গৃহশ্রমিকদের জন্যে এখনও দেশে কোনো আইন ও নীতিমালা নেই অভিযোগ করে বক্তারা বলেন, এজন্য সচেতন হয়ে আমাদের সবার মনোভাব পরিবর্তন করতে হবে।

সংগঠনের সভাপতি সৈয়দ সাইফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মহাসচিব ড. ওয়াজেদুল ইসলাম, ইউনাইটেড লেবার ফেডারেশনের সভাপতি আবুল হোসেন, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্শেদা আক্তার, ওয়্যারবী ডিভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব ফারুক আহমদ।

এএস/এসকেডি/আরআইপি