গুরুতর অসুস্থ কবি নির্মলেন্দু গুণ, রাখা হয়েছে আইসিইউতে
গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কবি নির্মলেন্দু গুণ। তকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখেছেন চিকিৎসকরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে কবিকে হাসপাতালে ভর্তি করা হয়।
নির্মলেন্দু গুণ নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন বলে নিশ্চিত করেছেন কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ।
তিনি বলেন, নির্মলেন্দু গুণ দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার চিকিৎসার বিষয়ে সবার নজর দেয়া জরুরি। প্রয়োজনে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার কথা বলেন তিনি।
জেপি/এসআর/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ বড়দিন উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানে ২ কোটি ৫০ লাখ টাকা অনুদান
- ২ গণভবনে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন
- ৩ বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
- ৪ ২৩ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি
- ৫ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি: ভারতের এখনো কোনো উত্তর মেলেনি