কারাতে জানলে ঢাবি-ছাত্রীকে ধর্ষিত হতে হতো না : রুবেল
মাদকসহ সামাজিক অপরাধ দূর করতে কারাতে শিক্ষার বিকল্প নেই বলে বলে মনে করেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। তার মতে, কুর্মিটোলায় মজনুর হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন, তিনি কারাতে জানলে তাকে এই পাশবিক নির্যাতনের শিকার হতে হতো না।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রুবেল এ কথা বলেন।
তিনি বলেন, প্রত্যেক পরিবারে যদি একজন করে কারাতে শিক্ষা নিয়ে থাকে। তবে রাস্তায় বেরিয়ে ধর্ষিত হওয়ার ভয় থাকবে না। মাদক থেকে যুবসমাজ দূরে থাকতে পারবে।
গত ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে কুর্মিটোলায় নামার পর তাকে ফুটপাতের ঝোঁপে নিয়ে গিয়ে ধর্ষণ করে এক দুর্বৃত্ত। পরে ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বর্ণনা অনুসারে পরে আইন-শৃঙ্খলা বাহিনী মজনু নামে এক মাদকাসক্তকে গ্রেফতার করে। রিমান্ড শেষে তিনি এখন কারাগারে রয়েছেন।
সেই ঘটনার দিকে ইঙ্গিত করে কারাতে প্রশিক্ষক রুবেল বলেন, মজনুর মত একটা মানুষ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করে। ওই ছাত্রীর কারাতে শিক্ষা থাকলে তাকে ধর্ষণের শিকার হতে হতো না। আমাদের সমাজে মাদকের প্রকট ব্যবহার চলছে। এসব কোনোভাবেই রোধ হচ্ছে না। সমাজ থেকে এসব দূর করতে কারাতে শিক্ষার বিকল্প নেই।
কারাতে শিক্ষার গুরুত্ব তুলে ধরে সংবাদকর্মীদের খবর প্রকাশের আহ্বান জানিয়ে চিত্রনায়ক রুবেল বলেন, আজ পর্যন্ত কখনো আমার জন্য কোনো শুটিং স্থগিত করা হয়নি। এমন কোনো রেকর্ড নেই। তার কারণ হচ্ছে, আমি খুব বেশি অসুস্থ হই না। ঠাণ্ডাজনিত সমস্যা ছাড়া আমার আর কোনো সমস্যা নেই। এখনো নিয়মিত এক ঘণ্টা করে ব্যায়াম করি। যার কারণে শরীর সুস্থ ও সতেজ থাকে।
তিনি আরও বলেন, আমাদের সমাজে সেসব অপকর্ম চলছে, সামাজিকভাবেই তা প্রতিহত করতে হবে। কারাতে শিক্ষার মধ্য দিয়ে নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাফফর রহমানের পরিচালনায় মতবিনিময়কালে প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁইসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে চিত্রনায়ক রুবেল সাতক্ষীরা প্রেসক্লাবে পৌঁছালে তাকে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতারা।
এইচএ/এমকেএইচ