ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজবাড়ী থেকে পশ্চিমবঙ্গ যাচ্ছে ওরস স্পেশাল ট্রেন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদে পবিত্র ওরস শরিফ উপলক্ষে রাজবাড়ী থেকে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) যাচ্ছে বিশেষ ট্রেন। আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে আয়োজিত এ ওরসে যোগ দিতে ট্রেনটিতে যাচ্ছেন ২ হাজার ৩৩৩ ধর্মপ্রাণ মানুষ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় ভারতের হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, ১৫ ফেব্রুয়ারি রাত ১০টায় ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন থেকে মেদিনীপুরের উদ্দেশে রওনা হবে। পৌঁছাবে ১৭ ফেব্রুয়ারি সকালে। ওরস শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি ট্রেনটি মেদিনীপুর থেকে রাজবাড়ী ফিরে আসবে।

জোড়া মসজিদের ওরস উপলক্ষে ১৯০২ সাল থেকে এই স্পেশাল ট্রেনটি চালু রয়েছে। এবারের ট্রেনটিতে বগি থাকবে ২৪টি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেপি/এইচএ/পিআর

বিজ্ঞাপন