ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আন্তর্জাতিক ট্যুরিজম সম্মেলন ২৭ ও ২৮ অক্টোবর

প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৬ অক্টোবর ২০১৫

পর্যটন বর্ষ-২০১৬ কে সফল ও স্বার্থক করতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৭ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ট্যুরিজম ভিত্তিক একটি আন্তর্জাতিক সম্মেলন। ওই সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন বর্ষ-২০১৬ `র আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন-ইউএনডাব্লিউটিও এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যৌথ ভাবে আয়োজন করছে এই সম্মেলনের।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন মঙ্গলবার মিডিয়া সম্পাদকদের সাথে মত বিনিময়ের পূর্বে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, এই সম্মেলনের উদ্দেশ  বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বিখ্যাত বুদ্ধিস্ট ভ্রমন-সার্কিটগুলোর সাথে বাংলাদেশকে সম্পৃক্ত করা। সম্মেলনে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব তালেব রাফাইসহ দক্ষিণ এশিয়ার ১৩ টি দেশের পর্যটন বিষয়ক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মতবিনিময় সভায় সম্পাদকরা বলেন, পর্যটন বর্ষ-২০১৬ কে সফল করতে পর্যটন কেন্দ্রগুলোকে যুগোপযোগী করা উচিত। বিদেশি পর্যটকদের আকর্ষণে প্রয়োজনে পর্যটন কেন্দ্রগুলোতে নাইট ক্লাব, ক্যাসিনোর সংযোজন ঘটানো দরকার। বিদেশি পর্যটকদের ধরতে হলে তাদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।

পর্যটন বর্ষ-২০১৬ কে স্বার্থক করতে মঙ্গলবার রাজধানীর অবকাশ হোটেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের মত বিনিময় অনুষ্ঠানে সম্পাদকরা এ পরামর্শ দেন।

এসময় নানা সীমাবদ্ধতার বিষয় তুলে ধরে মন্ত্রী বলেন, পর্যটন শিল্প বিকাশ ও সময়ের দাবি নিয়েই এসব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সরোয়ার, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, আমাদের অর্থনীতির নাইমুল ইসলাম খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম প্রমুখ।

আরএম/এসকেডি/আরআইপি