প্রধানমন্ত্রীর বক্তব্যে শিক্ষকরা মর্মাহত
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলন কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের শিক্ষকসমাজ মর্মাহত হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
মঙ্গলবার রাত ৮টায় ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর এই বক্তব্য স্বার্থন্বেষী মহল কর্তৃক ভুল তথ্য পরিবেশনপূর্বক তাকে বিভ্রান্ত করার অপপ্রয়াস মাত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নের মাধ্যমে শিক্ষকদের মর্যাদা ও বুদ্ধিবৃত্তিক চর্চার যে স্বাধীনতা দিয়ে গেছেন। আজ শিক্ষকদের মর্যাদা লুণ্ঠনের এই অপচেষ্টার ক্রান্তিকালে আমরা তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
শিক্ষকরা প্রত্যাশা করেন, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী হিসেবে প্রধানমন্ত্রী শিক্ষকদের ন্যায্য দাবি ও আন্দোলন প্রশ্নে যৌক্তিক সিদ্ধান্ত নেবেন।
এতে আরো বলা হয়, শিক্ষকদের গত পাঁচ মাসের চলমান আন্দোলনে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত করার মত কোনো কর্মসূচি দেয়া হয়নি। বস্তুত অর্থে শিক্ষকদের এ কর্মসূচিগুলো ছিল প্রতীকি ও সরকারের নীতি নির্ধারণী মহলের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে ন্যায়সঙ্গত দাবি পূরণের প্রয়াস।
এর আগে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব মিলনায়তনে ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ও ‘আইসিসি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পদক অর্জন করে দেশ ও জাতিকে সম্মানিত করায় তাকে ফেডারেশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
এমএইচ/জেডএইচ/একে/আরআইপি