ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বেতন বৈষম্য দূরীকরণ দাবি পিও অ্যাসোসিয়েশনের

প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৬ অক্টোবর ২০১৫

অষ্টম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রাক্কালে গ্রেডভিত্তিক আর্থিক বৈষম্য দূরীকরণ ও নিজেদের পদ ১ম শ্রেণির প্রারম্ভিক গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয়ের ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মকর্তারা।

মঙ্গলবার বিকালে সচিবালয়ের ক্যন্টিনে এক জরুরি সভায় এ দাবি জানানো হয়।

বাংলাদেশ সচিবালয় পার্সোনাল অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কুদ্দুস খান এতে সভাপতিত্ব করেন।

সভায় আব্দুল কুদ্দুস খান বলেন, সরকারকে বিভ্রান্ত এবং সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ, সন্দেহ আর উষ্মা ছড়াতে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলীসহ কতিপয় কর্মকর্তা ষড়যন্ত্র করে যাচ্ছেন। তারা সরকারকে ভুল তথ্য দিয়ে বেতন বৈষম্য সৃষ্টি করে ৮ম জাতীয় পে-স্কেলকে বিতর্কিত করছে।

বিতর্কিত কর্মকর্তাদের কর্মস্থল থেকে দ্রুত অপসারণ না করা হলে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হবে বলে তিনি উল্লেখ করেন।

এসময় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের আবেদন, বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত দাবি মন্ত্রিসভা কমিটি বরাবর উপস্থাপন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় প্রধানমন্ত্রী জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সর্বোচ্চ পরিবেশ বিষয়ক সম্মান ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পুরস্কার পাওয়ায় পিও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

# সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা
# তিন বাহিনীরা প্রধানরা পাবেন ৮৬ হাজার টাকা
# সরকারের ব্যয় বাড়লো ১৫ হাজার কোটি টাকা
# শতভাগ পেনশন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
# বিশেষ গ্রেডে যারা!
# সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন
# কোন গ্রেডে কত বেতন
# এমপিওভুক্ত শিক্ষকরা নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন
# গ্রেড অনুযায়ী যে হারে বাড়বে বেতন
# নতুন পে-স্কেলে ২০ শতাংশ নববর্ষ ভাতা
# বেতন বাড়বে চক্রবৃদ্ধি হারে
# সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা
# টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকছে না
# মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে লাখ লাখ সরকারি কর্মচারী

এএসএস/একে/আরআইপি