নৌ-মন্ত্রণালয়ের ২১৭ একর জমি উদ্ধার
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ সম্প্রতি ৪ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এছাড়া ২১৭ একর জমি অবৈধ দখলকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এসব তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য নৌমন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, আব্দুল হাই, নূরুল ইসলাম সুজন, হাবিবর রহমান, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, আনোয়ারুল আজীম (আনার) এবং মমতাজ বেগম।
উদ্ধারকৃত জমির মধ্যে নারায়ণগঞ্জের কাঁচপুরে ২ কিলোমিটার জায়গা জুড়ে গাছ লাগানো হয়েছে। পর্যায়ক্রমে বাকি জমিগুলোতে লাগানো হবে জানিয়েছে নৌ-পরিবহন কর্তৃপক্ষ।
বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এইচএস/জেডএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ২ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৩ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৪ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৫ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি