ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বৃহস্পতিবার উন্মুক্ত হচ্ছে কাজীর বাজার সেতু

প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৬ অক্টোবর ২০১৫

অবশেষে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে কাজীর বাজার সেতু। ৮ অক্টোবর (বৃহস্পতিবার) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই সেতু উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে সিলেটের সুরমা নদীর উপর নবনির্মিত কাজীর বাজার সেতু। ১৮৯ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪শ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণের মধ্যদিয়ে সিলেটবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূর্ণ হতে যাচ্ছে।

পাশাপাশি ৪শ ৪১ কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে  জাতীয় মহাসড়কে উন্নীতকরণ কাজও শুরু হতে যাচ্ছে।

গণভবনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বেশ কয়েকটি নবনির্মিত সেতু উদ্বোধন ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসময় গণভবনে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, প্রকল্পসমূহ বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে সড়ক ও জনপথ অধিদফতর। সমাপ্ত প্রকল্পগুলো সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে।

ভিডিও কনফারেন্সিং-এ সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ প্রান্তে সংসদ সদস্যরা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমএম/জেডএইচ/আরআইপি