তদন্ত থেকে সিআইডিকে অব্যাহতির আবেদন খারিজ
নারায়ণগঞ্জে আলোচিত সাত হত্যাকাণ্ডের মামলায় সিআইডিকে তদন্ত করা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষের হয়ে বুধবার এ সংক্রান্ত একটি আবেদন করেন।
বিচারপতি রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ফৌজদারি মামলায় একই সঙ্গে দুটি সরকারি তদন্ত সংস্থা তদন্ত করতে পারে না, যদি করে তাহলে এটা আইনের লঙ্ঘন হবে। যেহেতু নারায়ণগঞ্জে হত্যা মামলায় ডিবি তদন্ত করছে সুতরাং সিআইডির তদন্ত করার প্রয়োজন নেই। এ জন্য আবেদনটি করা হয়।’
গত ৫ মে নারায়ণগঞ্জের ঘটনায় ডিবির পাশাপাশি সিআইডিকেও মামলার তদন্ত করতে আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় র্যাবের কোনো সাবেক বা বর্তমান সদস্যের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আইন মন্ত্রণালয়ের দু’জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দু’জন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দু’জনসহ মোট সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন আদালত।