করোনাভাইরাস : ১৯ সদস্যের কোয়ারান্টাইন ব্যবস্থাপনা কমিটি গঠন
করোনাভাইরাস মোকাবিলায় সঙ্গনিরোধ (কোয়ারান্টাইন) ব্যবস্থাপনা কোর কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাবিবুর রহমানকে আহ্বায়ক ও ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মঈনুল আহসানকে সদস্যসচিব করে এ কমিটি গঠিত হয়। স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে গঠিত কমিটির সদস্যরা প্রয়োজনে সদস্য কো-অপ্ট করবে বলে উল্লেখ করা হয়।
আজ (রোববার) স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আইইডিসিআর পরিচালক অধ্যাপক ড. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আশকোনা কোয়ারান্টাইন কেন্দ্রে চীন থেকে আগত ৩০২ জন যাত্রীর সবাই শেষ খবর পাওয়া পর্যন্ত সুস্থ আছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হওয়া ৭ জনের অবস্থা শেষ খবর পাওয়া পর্যন্ত স্থিতিশীল আছে।
সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলা হয়, গতকাল ৩১২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দেহের তাপমাত্রা বেশি থাকায় এদের মধ্যে ৭ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) ভর্তি করা হয়েছে অন্য ধরনের অসুস্থতার কারণে।
আশকোনাতে থাকা ৩০২ জনের মধ্যে এ পর্যন্ত কোনো যাত্রীর মধ্যে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি। পরবর্তীতে কোনো লক্ষণ দেখা দিলে সেনাবাহিনী ও স্বাস্থ্য অধিদফতরের বিশেষ দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এবং নভেল করোনাভাইরাস সংক্রমণ সনাক্তকরণের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহের জন্য আইইডিসিআরএর একটি দল প্রস্তুত রয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও কুয়েত বাংলাদেশ মৈত্রি সরকারি হাসপাতাল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে নভেল করোনাভাইরাস নামে নতুন এক ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত ৩শর বেশি মানুষ মারা গেছেন। বাংলাদেশে এখনও পর্যন্ত এ ভাইরাসে কারো আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশও এ ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। এ সম্পর্কে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য আইইডিসিআরের নীচতলায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
চীন থেকে ফিরে আসা বাংলাদেশী নাগরিকদের অভিভাবক ও পবিরারের সদস্যবৃন্দকে আতঙ্কিত না হওয়ার এবং বিমানবন্দর ও আশকোনা হাজী ক্যাম্প এলাকায় অবস্থান না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।আশকোনা হাজী ক্যাম্পে অবস্থানরত চীন থেকে ফিরে আসা বাংলাদেশী নাগরিকদের স্বাস্থ্যগত তথ্য তাদের অভিভাবক ও পবিরারের সদস্যবৃন্দকে নিয়মিতভাবে অবহিত করা হবে।
আজ রোববার পর্যন্ত চীন থেকে দেশে ফিরেছেন ৫ হাজার ৬৩১জন। আজ ফিরেছেন ৩০২ জন। এ পর্যন্ত ৩৪ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।
এমইউ/এনএফ/এমএস