দ্বিতীয় জাতীয় ডাটা সেন্টার করবে সরকার
দেশের প্রথম ডাটা সেন্টারের পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে পারছেন না কর্তৃপক্ষ। ফলে দ্বিতীয় জাতীয় ডাটা সেন্টার করবে সরকার। এতে সরকারের সেবা কার্যক্রম আরো বেশি প্রযুক্তি নির্ভর হবে। পেপারলেস কার্যক্রমে সরকার আরো একধাপ এগিয়ে যাবে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)`র সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, দ্বিতীয় ডাটা সেন্টারটি করতে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৫১৬ কোটি ৯১ লাখ টাকা। এতে সরকার নিজে বহন করবে ৩১৭ কোটি ৫৫ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য পাওয়া যাবে ১ হাজার ১৯৯ কোটি ৩৬ লাখ টাকা। এই অর্থ যোগান দিবে চায়না এক্সিম ব্যাংক।
প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এটি হবে ৪র্থ টায়ার ডাটা সেন্টার। বর্তমানে যেটি আছে সেটি হলো তৃতীয় টায়ার ডাটা সেন্টার।
আগামী ২০১৮ সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে জানান মুস্তফা কামাল।
জানা গেছে, ডাটা সেন্টারটি স্থাপন হলে সরকারের জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর, শিক্ষা মন্ত্রণালয়, ভূমি রেকর্ড অধিদফতরসহ আরো সরকারি প্রতিষ্ঠানকে ডিজিটাল করা যাবে। সেবা প্রদান প্রক্রিয়া সহজতর হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, গাজীপুরের হাইটেক পার্কে এটি করা হবে। সেখানে জমি বরাদ্দ নেয়া হবে।
এসএ/আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ২ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৩ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৪ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৫ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি