ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লিটনের সংসদ সদস্য পদ বাতিলের দাবি

প্রকাশিত: ০৭:১৩ এএম, ০৬ অক্টোবর ২০১৫

শিশু সৌরভের পায়ে গুলি করার দায়ে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের সংসদ সদস্য পদ বাতিল, দল থেকে বহিষ্কার করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে জাগো বাংলাদেশ শিশু-কিশোর ফেডারেশন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য প্রকাশ্য দিবালোকে নিজের ব্যবহৃত অস্ত্রের মাধ্যেমে মদ্যপ অবস্থায় গুলি করে আহত করে শিশু সৌরভকে। এ সমস্ত লোকের কারণেই বর্তমানে দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে শিশু হত্যা ও নির্যাতন চলছে।

সারাদেশে বিভিন্ন জায়গায় শিশু নির্যাতনের মাধ্যমে সরকারকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, সৌরভকে গুলি করার দায়ে দলের সম্মান ও ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এমপি লিটনের সংসদ সদ্স্য পদ বাতিল ও দল থেকে বহিষ্কার করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার।

সংগঠনের সভাপতি জামাল শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে এ সময আরো উপস্থিত ছিলেন- জাগো বাংলাদেশের মহাসচিব বাহারানে সুলতান বাহার, শিক্ষক নেতা শামছুল আলম, নাগরিক পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন, মিলন মল্লিক প্রমুখ।

আএসএস/আরএস/পিআর