৪৭৬ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রীডে
২০২১ সাল নাগাদ শতভাগ লোককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার লক্ষ্যে আগামী ৮ অক্টোবর জাতীয় গ্রীডে সরকারি ও বেসরকারি সেক্টর থেকে ৪৭৬ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমান সরকার বিদ্যুৎ সেক্টরের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সরকার বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সঞ্চালন ও সরবরাহ লাইন সম্প্রসারণ এবং অন্যান্য সেক্টরের সক্ষমতা বাড়াতে সচেষ্ট রয়েছে। ২০২১ সাল নাগাদ দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে প্রত্যাশিত অর্থনৈতিক অগ্রগতি অর্জনই এর লক্ষ্য।
তিনি আরো বলেন, বিদ্যুৎ উৎপাদন ৩ হাজার ২৬৪ মেগাওয়াট থেকে ২০০৯ সাল নাগাদ ১৩ হাজার ৮৮৩ মেগাওয়াটে পৌঁছেছে।
জানা গেছে, দেশের দ্বিতীয় বৃহত্তম পাওয়ার স্টেশন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র। ৮ অক্টোবর থেকে আশুগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টে উৎপাদন হবে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ। ইউনাইটেড আশুগঞ্জ মোদুলার পাওয়ার প্লান্ট সরবরাহ করবে ২০০ মেগাওয়াট এবং আশুগঞ্জ মিডল্যান্ড পাওয়ার প্লান্টে উৎপাদন হবে ৫১ মেগাওয়াট বিদ্যুৎ।
বিদ্যুৎ বিভাগের পরিচালক (ম্যানেজমেন্ট) রেজাউল করিম জানিয়েছেন, দেশে বর্তমানে ১৩ হাজার ৪০৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এবং আরো ৪৭৬ মেগাওয়াট বিদ্যুৎ আগামী ৮ অক্টোবর থেকে জাতীয় গ্রীডে যোগ হবে।
আরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ