ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংগঠন গড়ছেন সাবেক সচিবরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৯ জানুয়ারি ২০২০

সংগঠন গড়তে যাচ্ছেন প্রশাসনের সাবেক সচিবরা। কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন তারা।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ঠিক আগে গত সোমবার (২৭ জানুয়ারি) সংগঠন গড়তে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বসেছিলেন অবসরপ্রাপ্ত ৪২ সচিব। যাদের সবাই বর্তমান সরকারের বিভিন্ন সময়ে অবসরে গেছেন। সভায় একটি আহ্বায়ক কমিটি এবং সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নে উপ-কমিটিও গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির প্রধান করা হয়েছে সাবেক সচিব নজরুল ইসলামকে। সদস্য সচিব করা হয়েছে সাবেক সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে।

সোমবার বৈঠকের পর সদস্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে সরকারের অবসরপ্রাপ্ত সচিবদের একটি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারের অবসরপ্রাপ্ত সচিব শৈলেন্দ্রনাথ মজুমদার। অনুষ্ঠানে সরকারের ৪২ অবসরপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন।

press.jpg

এতে আরও বলা হয়, অনুষ্ঠানে আলাপচারিতায় অবসরপ্রাপ্ত সচিবদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে উপস্থিত সকলে একমত হয়ে একটি সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন।

‘এ প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে একটি অরাজনৈতিক, সেবা ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে অবসরপ্রাপ্ত সচিব নজরুল ইসলামকে আহ্বায়ক করে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও এ প্রতিষ্ঠানের গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে’ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা গেছে, গঠনতন্ত্রের খসড়া প্রণয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে প্রধান করে উপ-কমিটি গঠন করা হয়েছে।

সোমবারের সভায় উপস্থিত হওয়ার জন্য সাবেক সচিবদের চিঠি দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। চিঠিতে তিনি সাবেক সচিবদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের নীতি প্রণয়ন, বাস্তবায়ন ও তার ফলাফলকে ত্বরান্বিত করতে পারে এবং সবার ইতিবাচক সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে দেশ ও জাতি এগিয়ে যেতে পারে বলে উল্লেখ করেন।

সম্মিলিত প্রয়াসের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তিনি তাদের সভায় বসার আমন্ত্রণ জানান। সেই প্রেক্ষিতে গত সোমবার সভা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরএমএম/এএইচ/এমএস