ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইতালিয়ান নাগরিক হত্যায় পুলিশের গাফিলতি!

প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৫ অক্টোবর ২০১৫

ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনায় কূটনীতিকপাড়ায় কর্তব্যরত পুলিশ সদস্যদের গাফিলতি ছিল কি-না তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্প্রতি তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রধান আহ্বায়ক ডিএমপির ডিবি অ্যান্ড প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার দিদার আহম্মদ। অপর সদস্যরা হলেন ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আতাউল কিবরিয়া ও প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন ডিভিশনের ডিসি টুটুল চক্রবর্তী।

আগামী সাত কার্যদিবসের মধ্যে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার কাছে রিপোর্ট জমা দেয়ার জন্য কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ। ডিএমপি মিডিয়া বিভাগ জানায়, কমিটি ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সদস্য ও তদারকিতে নিয়োজিত অন্যান্য কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি-না তা নিরুপণ করে রিপোর্ট দেয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ নম্বরের কূটনীতিক পাড়ায় তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনা তদন্তে ডিবি, ডিএমপি এবং পুলিশ হেড কোয়ার্টার্স আলাদা কমিটি করেছে। তবে ডিএমপির এই কমিটিটি শুধুমাত্র সে সময়ে পুলিশের ভূমিকা ও গাফলতির তদন্ত করবে।

এআর/জেডএইচ/বিএ