ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রায়েরবাগ পাসপোর্ট অফিসের ৮ দালালকে কারাদণ্ড

প্রকাশিত: ০৮:১২ পিএম, ০৫ অক্টোবর ২০১৫

রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে আট দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে আটটি পাসপোর্ট জব্দ করা হয়। সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের দুই মাস করে কারাদণ্ড প্রদান করেন। এসময় র‌্যাব-১০ এর সিনিয়র এএসপি মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

দণ্ড প্রাপ্তরা হলেন মোস্তফা কামাল (২৯), মো. শাহিন (৪৫), মো. মোস্তফা আলম (৪০), মো. জাফর (৪৫), মো. ওয়াসিম আকরাম ওরফে ওয়াসিম (৩০), মো. আনোয়ার হোসেন বাবু (৩৩), মো. সজিব (২৭) ও মো. শাহীন মাহমুদ ওরফে সোহেল (৩০)।

র‌্যাব-১০ সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ নাজমুল হাসান জানান, আটককৃতরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দ্রুত পাসপোর্ট করানোর নামে নিরীহ জনসাধারণকে বিভিন্নভাবে প্রতারণা ও হয়রানি করে আসছিল।

আটককৃতরা আদালতকে জানায়, তারা পাসপোর্ট অফিসে সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ধরে জনগণকে স্বল্প সময়ে পাসপোর্ট করিয়ে দেয়ার নামে মোটা অংকের টাকা নিয়ে প্রতারিত করছেন।

প্রতারক চক্রটি সাধারণ পাসপোর্ট করার জন্য আট থেকে ১০ হাজার টাকা ও জরুরি পাসপোর্ট করার জন্য ১৪ থেকে ১৫ হাজার টাকা নিতো।

জেইউ/জেডএইচ/বিএ