খিজির হত্যার ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট
রাজধানীর মধ্যবাড্ডায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। সোমবার রাত সাড়ে ১১টায় ছয়জনের একটি দল খিজির খানের বাড়িতে প্রবেশ করে।
সোমবার রাত ৯টায় মধ্যবাড্ডার জ-১০/১ নং বাড়িতে গলা কেটে হত্যা করা হয় খিজির খানকে। হত্যাকাণ্ডের পর সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর পরপরই সেখানে উপস্থিত হন ক্রাইম সিন ইউনিটের সদস্যরা।
তারা খিজির খানের বাড়ির দোতলার খানকা শরিফ ও এর ওজুখানার স্থানগুলো থেকে আলামত সংগ্রহ করছেন। ফরেনসিক টেস্টের জন্য বাড়ির বিভিন্ন স্থানের হাত-আঙ্গুলের ছাপ সংগ্রহ করছেন।
সর্বশেষ রাত সাড়ে ১২টা পর্যন্ত তারা বাড়ির ভেতরে আলামত সংগ্রহ করছিলেন।
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ