ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পূর্বাচলে ৬২ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৭ জানুয়ারি ২০২০

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬২ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া ঢাকার কেরানীগঞ্জে কৃষিভিত্তিক নগর গড়ে তুলতে ‘কেরানীগঞ্জ মডেল টাউন’ আবাসন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, রাজউকের উত্তরা তৃতীয় ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে ৬ হাজার ৬৩৬টি ফ্ল্যাট নির্মাণ শেষ হয়েছে। ঝিলমিল প্রকল্পে ১৩ হাজার ৭২০টি ফ্ল্যাট নির্মাণ কার্যক্রম চলমান।

জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ (সোমবার) টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মমতাজ বেগমের (মানিকগঞ্জ-২) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দেশের ৩৫ জেলায় ৬৫টি হাউজিং এস্টেটে ২৭ হাজার ৮৮টি আবাসিক প্লট, ১ হাজার ৬৯টি বাণিজ্যিক প্লট, ৪৩০টি প্রাতিষ্ঠানিক প্লট, ৬১৪টি শিল্প প্লটের সংস্থান রয়েছে। এছাড়া ১৪ জেলায় ৩৩টি প্রকল্পের অধীনে ২ হাজার ৫৯১ আবাসিক প্লট, ৭ হাজার ১৮৯টি ফ্ল্যাট প্রকল্প ও ৮১৯টি বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়নাধীন।

এইচএস/এসএইচএস/জেআইএম