ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১৩ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু

প্রকাশিত: ০১:১০ পিএম, ২৮ অক্টোবর ২০১৪

আগামী ১৩ নভেম্বর দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদের অনুস্বাক্ষরে এই অধিবেশন ডেকেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত হয় ১৮ সেপ্টেম্বর। মোট ১৪টি কার্যদিবসের এ অধিবেশনে সরকারি বিল জমা পড়েছে ১৪টি। এর মধ্যে ৫টি সরকারি বিল পাস হয়। এ বিলগুলোর মধ্যে বহুল আলোচিত সংবিধান (ষোড়শ সংশোধন) বিলও রয়েছে। গতকাল সর্বসম্মতিক্রমে এ বিল পাস করা হয়।

দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ হয় ৩ জুলাই। এর আগে বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২৯ জানুয়ারি।