ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশে আমি নিরাপদ : বার্নিকাট

প্রকাশিত: ১০:৫০ এএম, ০৫ অক্টোবর ২০১৫

বাংলাদেশে নিজেকে নিরাপদ অনুভব করছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাপ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এই মুহূর্তে আমি বাংলাদেশে নিরাপদ অনুভব করছি।’

ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যার পর বাংলাদেশে মার্কিন নাগরিকদের সতর্কভাবে চলাচলের জন্য রেড অ্যালার্ট জারি করে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের ভ্রমণ বিষয়ক সতর্কতা হালনাগাদ করেছি। আমরা ওই বার্তায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ থেকে চলে যেতে বলেনি, আসতেও নিষেধ করিনি। শুধু বাংলাদেশে অবস্থানের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিদেশিদের ওপর আক্রমণের বিশ্বাসযোগ্য তথ্য তাদের কাছে ছিল। বিষয়টি সরকারকেও অবহিত করা হয়েছিল। এখন সরকার নিরাপত্তামূলক যে ব্যবস্থা নিয়েছে তাতে তারা সন্তুষ্ট।

তিনি বলেন, আইএসসহ সহিংস উগ্রবাদ দমনে যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আইএসের উত্থান মোকাবেলার জন্য যা যা করা দরকার, তা সবই আমাদের আছে। বেশ কয়েক বছরের অভিজ্ঞতায় আমরা সন্ত্রাসবাদ এবং সহিংস উগ্রবাদ দমনে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছি আর অংশীদারত্বের ক্ষেত্রে আমাদের অঙ্গীকার জোরালো করেছি। আমরা আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে এক সঙ্গে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশ যদি এই ইতালি ও জাপানের নাগরিক হত্যার তদন্তে রহস্য উদঘাটনে সহযোগিতা চায়, আমরা সহযোগিতার জন্য প্রস্তুত আছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুই বিদেশি হত্যাকাণ্ডসহ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, জোরালো পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তা নিরসন করতে হবে।

এসএইচএস/পিআর