রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন
রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আইন অনুমোদন দিয়েছে সরকার। এতে মেডিকেলের বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের সুযোগ তৈরি হলো আরো দুটি বিশ্ববিদ্যালয়ে আরো দুটি বিশ্ববিদ্যালয়ে।
সোমবার চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫’ এবং ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫’র খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে এই খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত ২৩ মার্চ মন্ত্রিসভায় আইন দু’টি উপস্থাপন করা হয়েছিল বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিসভা কিছু অনুশাসন দিয়ে নীতিগত অনুমোদন দেয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়গুলো পরিপালন করে পুনরায় মন্ত্রিসভায় উপস্থাপন করে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘বিশ্ববিদ্যালয় হবে আলাদা প্রতিষ্ঠান, তার সঙ্গে অধিভুক্ত হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ওই অঞ্চলের অন্যান্য মেডিকেল কলেজ’। আর রাজশাহীর সঙ্গে যুক্ত হবে ওই এলাকার প্রতিষ্ঠানগুলো।
রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত মেডিকেল কলেজগুলো মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসবে। দু’টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ থাকবে বলে জানান, সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।
সচিব বলেন, এর আগে দুই মেডিকেল কলেজকে আপগ্রেট করে বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু মন্ত্রিসভা জানায়, চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ থাকবে এবং অতিরিক্ত হিসাবে দু’টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে।
এসএ/এসকেডি/আরআইপি