বৃহস্পতিবার কাজিরবাজার সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার সুরমা নদীর ওপর নির্মিত কাজিরবাজার সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এ তারিখ নির্ধারণ করেছেন বলে জানা গেছে।
যদিও এর আগে প্রধানমন্ত্রী সিলেট সফরে এসে নগরের কাজিরবাজার গার্ডার সেতুর উদ্বোধন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গত ২০ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গার নয়টি সেতু উদ্বোধন করেন। এর মধ্যে সিলেটের দুইটি সেতুও ছিল। প্রধানমন্ত্রী সিলেট সফরে এসে উদ্বোধন করবেন বললেও শেষ মুহূর্তে উদ্বোধনের তালিকায় থাকা সিলেটের কাজিরবাজার সেতুটি বাদ পড়ে।
এরপর সিলেটের প্রথম ফুটওভার ব্রিজ উদ্বোধন করতে এসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, প্রধানমন্ত্রী সিলেট এসেই সেতুটির উদ্বোধন করবেন। ফুটওভার ব্রিজের নিচে কোর্ট পয়েন্টে প্রধানমন্ত্রীকে সিলেটবাসীর পক্ষ থেকে গণসংবর্ধণা দেয়ার কথাও জানিয়েছিলেন সরকারের এই মন্ত্রী। তবে শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর সেই আশা পূর্ণ হচ্ছে না।
সিলেট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) কাজিরবাজার সেতুর উদ্বোধনের জন্য তারিখ নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী এ সেতুটি উদ্বোধন করবেন।
তিনি জানান, ওইদিন সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজিরবাজার সেতুর উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, কাজিরবাজার ব্রিজটিকে প্রথমাবস্থায় চার লেন বিশিষ্ট ৩৬৬ মিটার দীর্ঘ এবং ১৯ মিটার প্রস্থের অত্যাধুনিক সেতু নির্মাণের পরিকল্পনা নেয়া হয়। প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয় ৪৪ কোটি ৬৪ লাখ টাকা।
২০০৫ সালের ২৪ ডিসেম্বর সেতুটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান ও যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা। সে সময় সেতুটির নির্মাণকাজ ২০০৭-০৮ অর্থবছরের মধ্যে সমাপ্ত করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে সেতুটির কাজ শেষ হয়নি।
ক্ষমতার রদবদল ঘটায় ২০০৯ সালে মহাজোট সরকার কাজিরবাজার সেতু প্রকল্প সংশোধন করে। ওই সময় নগরের শেখঘাটে ঐতিহ্যবাহী জিতু মিয়ার বাড়ি রক্ষা করার জন্য সেতুর নকশা বদলও করা হয়। এছাড়া সেতুর দৈর্ঘ্য বাড়ানো হয় ২৫ মিটার। সে সময় ব্যয়ও বাড়ে।
শেষ পর্যন্ত নির্মাণ ব্যয় দাঁড়ায় ১৩৯ কোটি টাকা। অবশ্য এজন্য সেতুর প্রস্থ ১৯ মিটার থেকে কমিয়ে ১৮ দশমিক ৪ মিটার করা হয়।
ছামির মাহমুদ/এসএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক